দিনাজপুরের বিরামপুরে সিঁড়ি ঘর থেকে লাভলী আকতার (৩০) নামের এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত লাভলী আকতার নীলফামারী জেলার সৈয়দপুর ঝাড়ুইয়া এলাকার মৃত আজিজ চৌধূরীর ছেলে একরামুল চৌধূরীর স্ত্রী।
আজ রবিবার ইফতারের পূর্ব মুহূর্তে বিরামপুরের উপজেলা হাজী মার্কেটের পেছনে বসুন্ধারা এলাকার মো.রুহুল আমিনের ভাড়া বাসা থেকে ওই নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।
স্থানীয়দের বরাত দিয়ে বিরামপুর থানার ওসি মো.মনিরুজ্জামান মনির বিষয়টি নিশ্চিত করে বলেন, রবিবার ইফতারের পূর্ব মুহূর্তে হাজী মার্কেটের পেছনে বসুন্ধরা আবাসিক এলাকার মো.রুহুল আমিন নামের এক ব্যক্তির ভাড়া বাসায় ছাদের সিঁড়ি ঘরে এক নারীর ঝুলন্ত লাশ দেখে পুলিশকে খবর দেয় এলাকাবাসি। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসির সহায়তায় লাশ নামিয়ে থানা হেফাজতে নিয়ে আসে।
ওসি আরও বলেন, ওই নারীর স্বামী তারিক গুল এন্ড কোম্পানীর বিরামপুর এলাকার শাখা ব্যবস্থাপক হিসেবে কর্মরত আছেন। কি কারণে এমন ঘটনা ঘটতে পারে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ