গাজীপুরে শিশু মো: আলিফ হোসেন (৫) অপহরণ ও হত্যা মামলার আসামি গ্রেফতারে অভিযান চালানোর সময় 'বন্দুকযুদ্ধে' জুয়েল আহমেদ সবুজ (২১) নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত জুয়েল শিশু আলিফ হত্যার প্রধান আসামি বলে জানিয়েছে র্যাব। এ সময় আহত হয়েছেন দুই র্যাব সদস্যও। ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার করা হয়েছে।
রবিবার দিবাগত রাতে কোনাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন র্যাব ১-এর স্পেশালাইজ কোম্পানি পোড়াবাড়ী ক্যাম্পের কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার আব্দুল্লাহ আল-মামুন।
তিনি জানান, শনিবার দিবাগত গভীর রাতে গাজীপুর সিটি করপোরেশনের পূবাইল এলাকা থেকে শিশু আলিফ হত্যাকাণ্ডে জড়িত জুয়েলের বন্ধু মো: সাগরকে (১৯) আটক করা হয়। আটকের পর সাগর হত্যাকাণ্ডের বর্ণনা দেন। পরে তার দেয়া তথ্যমতে শিশুদের নিজ বাড়ির তৃতীয় তলায় ঝুটের গুদাম থেকে শিশু আলিফের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। এছাড়া জুয়েলের তথ্যও দেন সাগর। রবিবার দিবাগত রাতে কোনাবাড়ী এলাকায় জুয়েলকে গ্রেফতার করতে অভিযান চালানো হয়। এ সময় টের পেয়ে র্যাবকে লক্ষ্য করে গুলি চালায় সন্ত্রাসী দল। আত্মরক্ষার্থে র্যাবও পাল্টা গুলি চালালে ঘটনাস্থলেই জুয়েল নিহত হন।
আব্দুল্লাহ আল মামুন আরও জানান, এ ঘটনায় র্যাবের দুই সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার করা হয়েছে।
উল্লেখ্য, বাবা মো: ফরহাদ হোসেনের থাপ্পড়ের প্রতিশোধ নিতে ২৯ এপ্রিল শিশু মো: আলিফ হোসেনকে অপহরণ করেন সাগর ও জুয়েল। অপহরণের পর ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করছিল তারা। পরে শিশু আলিফকে হত্যা করে প্লাস্টিকের বস্তায় ভরে শিশুদের গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ির পারিজাত আমতলার বাসার তৃতীয় তলায় একটি ঝুটের গুদামের ভিতর ফেলে রাখা হয়।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ