টেকনাফের হোয়াইক্যংয়ে তুচ্ছ ঘটনার জের ধরে প্রতিপক্ষের হামলায় এক যুবককে নির্মমভাবে হত্যা করা হয়েছে। নিহত যুবক হোয়াইক্যং মাঝের পাড়ার আব্দুল মোনাফের ছেলে মোঃ আব্দুল্লাহ প্রকাশ বাবু (২৩)। এ ঘটনায় মো. হোসেনকে নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার সন্ধ্যায় উপজেলার হোয়াইক্যং মাঝেরপাড়াস্থ নিহতের বাড়িতে এ হামলার ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সন্ধ্যায় হোয়াইক্যং বাজারের উদ্দেশ্যে তুলাতুলি থেকে টমটম হয়ে আসছিলেন মোহাম্মদ আলমের ছেলে হেলাল। এ সময় তার টমটম চালক ও অপর অটেরিক্সা (সিএনজি) চালক আব্দুল্লাহ প্রকাশ বাবুর সাথে দুষ্টুমি সূলভ আচরণ করেছিল। সামন্য এ আচরণের কারণে টমটমের যাত্রী হেলাল অকথ্য ভাষায় গালমন্দ করে। নিহত বাবু এর প্রতিবাদ করলে উভয়পক্ষ উত্তেজিত হয়ে পড়ে। এ ঘটনার সমাধান করে দেয় হোয়াইক্যং সিএনজি ও টমটম সমবায় সমিতির নেতৃবৃন্দ। এ সময় টমটম যাত্রী মদ্যপ অবস্থায় ছিলো বলে জানিয়েছে একাধিক ব্যক্তি।
এ ঘটনার জের ধরে ইফতারের সময় হেলালের নেতৃত্বে, তার ছোট ভাই মানিক, চাচাতো ভাই মিয়া, শ্যালক রবিউল আলম তার বন্ধু মো. হোসেনসহ আরও কয়েকজন চিহ্নিত দুর্বৃত্তরা বাড়িতে গিয়ে আব্দুল্লাহ প্রকাশ বাবুকে কুড়াল ও দা দিয়ে উপুর্যপুরি আঘাতে নির্মমভাবে হত্যা করে পালিয়ে যায়। স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে এনজিও পরিচালিত হাসপাতাল এমএসএফে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে সিএনজি ও টমটম সমবায় সমিতির সভাপতি নুরুল আবছার জানান, দুইজনের হাতাহাতির একজন সামন্য আহত হলে তাকে চিকিৎসা করতে বলা হয়। বিষয়টি পরে মিমাসং করা হবে বলে প্রাথমিক সমাধান দেয়া হয়। কিন্তু হেলাল গংরা তা অমান্য করে আব্দুল্লাহর বাড়িতে গিয়ে হামলা করে এবং মৃত্যুর কোলে ঢলে পড়ে।
এ ঘটনার খবর পেয়ে হোয়াইক্যং ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) নাজমুল আলমের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং সেই সাথে অভিযান চালিয়ে একজনকে গ্রেফতার করতে সক্ষম হন। গ্রেফতারকতৃ যুবক স্থানীয় সৈয়দ হোসেনের ছেলে মো. হোসেন।
এসআই নাজমুল আলমের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল থেকে কুড়াল ও দা উদ্ধার করেছে জানিয়ে বলেন, তুচ্ছ ঘটনার জের ধরে আব্দুল্লাহ প্রকাশ বাবুকে নির্মমভাবে হত্যা করা হয়। ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি নেয়া হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ