করোনাভাইরাস সংক্রমণ রোধে টাঙ্গাইল জেলা জুড়ে চলছে লকডাউন। নিত্যপণ্য ও ঔষধের দোকান ছাড়া সব দোকান বন্ধ ঘোষণা করা হয়েছে। কিন্তু প্রশাসনের ডাকা লকডাউন এখন অনেকটাই অকার্যকর হয়ে পড়ছে। এর মধ্যেই শহরের অনেক দোকান খোলা রেখেছে।
বিশেষ করে ঢাকাইয়া পট্টি, পাঁচআনী বাজার, মেইন রোড, ভিক্টোরিয়া রোডসহ শহরের অনেক জায়গাতে দোকান খোলা রেখে ব্যবসা করতে দেখা যাচ্ছে। এতে লকডাউন অনেকটাই ভেঙ্গে পড়েছে। ফলে করোনাভাইরাস সংক্রমণ বেড়ে যাওয়ার আশঙ্কা করছেন অনেকেই।
শহরের বিশিষ্ট জনেরা বলছে শহরে এখন চুলকাটার সেলুন থেকে ইলেকট্রনিক্স পণ্য, হার্ডওয়ার ও সেনিটারী সামগ্রী কাপড়ের দোকানসহ অধিকাংশ ব্যবসায়ী অবাধে ব্যবসা করছে। এতে করে লকডাউন কোন কাজেই আসবেনা। দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তারা।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ