বাগেরহাটের মোরেলগঞ্জে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে কুপিয়ে এক গৃহিনীর আঙ্গলু বিচ্ছিন্ন করে দিয়েছে দুর্বৃত্তরা। মারপিটে উভয় পক্ষের মোট ৯ জন আহত হয়েছেন। সোমবার বেলা ৯টার দিকে নিশানবাড়িয়া ইউনিয়নের হরতকীতলা গ্রামে এ ঘটনা ঘটে।
গুরুতর আহত ফিরোজা বেগমকে (৫৫) মোরেলগঞ্জ হাসপাতাল থেকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। ফিরোজার স্বামী ফজলুর রহমান নান্না (৬৫), ছেলে হাসান (৩০), মিজান (৩২) ও প্রতিপক্ষের নাছির হাওলাদার (৩৫), পান্না (৩২), ইয়াছমিন বেগম(২৫), রাহিলা বেগম (৩৮) ও চুন্নু হাওলাদারকে (৪৫) মোরেলগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত ফজলুর রহমান বলেন, জমিজমা সংক্রান্ত বিরোধের কারণে প্রতিবেশী শত্রুপক্ষের লোকেরা ধারালো অস্ত্র নিয়ে অতর্কিতে হামলা করে। এতে তার স্ত্রী ফিরোজা বেগমের ডান হাতের একটি আঙ্গুল কেটে বিচ্ছিন্ন হয়ে যায়।
এ বিষয়ে থানার ওসি কেএম আজিজুল ইসলাম বলেন, মারপিটের খবর শুনেছি। সেখানে পুলিশ পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/ফারজানা