সিরাজগঞ্জ জেলা আনসার ও ভিডিপির উদ্যোগে জেলার স্বেচ্ছাসেবী আনসার ভিডিপির সদস্যদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার সকাল ১১টায় বাহিনীর জেলা কার্যালয়ে সদর উপজেলার প্রায় ৩০০ জন সদস্যের মাঝে নির্দিষ্ট সামাজিক দূরত্ব বজায় রেখে এ ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।
ত্রাণসামগ্রী হিসাবে চাল, ডাল, আলু, তেল, পিয়াজ, সাবান ও মাস্ক বিতরণ করা হয়েছে। আগামী ১৭ মে পর্যন্ত পর্যায়ক্রমে জেলার নয়টি উপজেলার সর্বমোট ২৭০০ জন স্বচ্ছাসেবী সদস্যের মাঝে এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হবে।
জেলা কমান্ড্যান্ট মির্জা সিফাত-ই-খোদার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. ফারুক আহম্মদ। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের আনসার ভিডিপির সহকারী জেলা কমান্ড্যান্ট মো. জসিম উদ্দিন, সদর উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা গোলাম মওলা, চৌহালী উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মো. সোহেল রানা ও বাহিনীর অন্যান্য কর্মকর্তা ও সদস্যবৃন্দ।
বিডি প্রতিদিন/এনায়েত করিম