নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মোগরাপাড়া এলাকা থেকে ২৯ হাজার ৮শত পিস ইয়াবা ও একটি পিকআপসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১৪। আজ সোমবার (৪ঠা মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র্যাব -১৪।
এর আগে আজ ভোরে সোনারগাঁয়ের মোগড়াপাড়া গোহাট্টা এলাকায় হানিফ কাউন্টারের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকাগামী লেনে তল্লাশি করে একটি পিকআপসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
আটকরা হলেন- গাজীপুরের জয়দেবপুরের হারিনাল গ্রামের মিজানুর রহমানের ছেলে মাসুদ (৪৭) ও খুলনার সোনাডাঙ্গার গোবর চাকার মৃত হাসেম মোল্লার ছেলে কামরুল ইসলাম মোল্লা (৪২)
র্যাব জানায়, আটককৃত পিকআপটি ও আটকদের তল্লাশি করে ২৯ হাজার ৮শ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রর নগদ ৫ হাজার ৫শ টাকা জব্দ করা হয়।
বিডি প্রতিদিন/হিমেল