চাঁপাইনবাবগঞ্জের নাচোলে পানির মর্টারের বিদ্যুৎ বিল নির্ধারণকে কেন্দ্র করে দু’দলের সংঘর্ষে আহত ইউসুফ আলী রাজশাহীত চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। রবিবার মধ্যরাত সাড়ে ১২টার দিকে তিনি মারা যান।
জানা গেছে, ২০১৯ সালের প্রথম দিকে নাচোল উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদেরের দেয়া একটি পানির মর্টার বেড়াচৌকি গ্রামের নিহত ইউসুফ আলীর ভাই বেলালের বাড়ির পাশে বসানো হয় এবং বেলালের বাড়ির বৈদ্যুতিক মিটার থেকে এই মর্টারটি চলতো। এখান থেকে আশেপাশের ১০/১২টি পরিবার পানি নিয়ে পান করতো। এদিকে বেলাল পরিবার প্রতি ২০টাকা করে বিদ্যুৎ বিল দাবি করলে পার্শ্ববর্তী খলিলুর রহমান ও হারুন অর রশিদ রবু প্রতিবাদ করে ১৫ টাকা বিল দিতে চাই। এ নিয়ে গত শনিবার (২ মে) বিকেলে দু’দল সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ৭ জন আহত হলে ইউসুফ আলী ও খলিলুর রহমানকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এবং অন্যরা নাচোল উপজেলা হাসপাতালে চিকিৎসা নেয়।
এদিকে রবিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ইউসুফ আলী মারা যান।
এ ব্যাপারে নাচোল থানার ওসি সেলিম রেজা জানান, এ ঘটনায় মৃতের ভাই বেলাল বাদী হয়ে ১৩ জনসহ অজ্ঞাতনামা ১০/১২ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন এবং আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার