পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় করোনাভাইরাসের সংকটের দিনে রাস্তাঘাটে আশ্রয় নেয়া মানসিক ভারসাম্যহীন মানুষদের খাদ্য সহায়তা দেয়ার জন্য স্থানীয় তরুণরা গঠন করে টিম ১৯ যোদ্ধা। এবার সেই তরুণরা পুলিশের হাতেও তুলে দিল পিপিই।
সোমবার দুপুরে তেঁতুলিয়া থানায় কর্মরত পুলিশের সদস্যদের জন্য এসব পিপিই প্রদান করা হয়।
তেঁতুলিয়া থানার ওসি (তদন্ত) আবু সাঈদ চৌধুরী পিপিই গ্রহণ করেন। এসময় টিম ১৯ যোদ্ধা সংগঠনের আহ্বায়ক সাব্বির হোসেন রকিসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
রকি জানান, আমরা টিম ১৯ যোদ্ধার সদস্যরা প্রতিদিন শতাধিক মানসিক ভারসাম্যহীন মানুষকে খাবার দিচ্ছি। পুলিশ অত্যন্ত ঝুঁকি নিয়ে কাজ করছে। তাই পুলিশের সাথে থাকার অভিপ্রায় নিয়েই পিপিই প্রদানের উদ্যোগ নিই।
বিডি প্রতিদিন/ফারজানা