ফরিদপুরে করোনার উপসর্গ নিয়ে সজল গাঙ্গুলী (৩২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার সকালে ফরিদপুর জেনারেল হাসপাতালে মারা যান তিনি।
জানা গেছে, ফরিদপুর সদর উপজেলার গেরদা ইউনিয়নের বাখুন্ডা বোকাইল গ্রামের মদন মোহন গাঙ্গুলী পুত্র সজল গাঙ্গুলী চাকুরি সূত্রে শহরের আলীপুর এলাকায় পরিবার নিয়ে বসবাস করতেন। গত কয়েকদিন ধরে তিনি জ্বর, শ্বাসকষ্ট ও সর্দিজনিত সমস্যায় ভুগছিলেন। সোমবার সকালে সজলের অবস্থা খারাপ হলে তাকে জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে নেওয়ার পর পরই মারা যান তিনি।
সজল গাঙ্গুলীর চাচাতো ভাই সজিব গাঙ্গুলী জানান, সজল শ্বাসকষ্ট ও পেটের সমস্যায় ভুগছিল। সকালে হাসপাতালে নেবার পরই মারা যান। সজলের বাড়ির আরো তিন সদস্যও জ্বরে আক্রান্ত।
ফরিদপুর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. গনেশ কুমার আগরওয়াল বলেন, রোগীকে হাসপাতালে আনার পরই তিনি মারা যান। তার শরীরের নমুনা সংগ্রহ করা হয়েছে। তার বাড়ির অন্য সদস্যদের করোনা পরীক্ষা করা হবে সজলের নমুনা রিপোর্ট পাওয়ার পর।
বিডি প্রতিদিন/আল আমীন