শেরপুরে জেলায় কর্মরত সাংবাদিক, পুলিশ সদস্য ও তাদের পরিবার, সিভিল স্টাফ, আউটসোর্সিং স্টাফদের মাঝে করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ করেছে জেলা পুলিশ।
আজ সোমবার দুপুরে শহরের অষ্টমীতলাস্থ জেলা পুলিশ লাইন্সের নবনির্মিত দরবার হলে সামাজিক দূরত্ব বজায় রেখে ওইসব সুরক্ষা সামগ্রী তুলে দেন পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএম।
সাংবাদিকদের সুরক্ষাসামগ্রীর মধ্যে ছিল গ্লাভস, মাস্ক, সাবান, মধু, ভিটামিন সি, ডি ও জিঙ্ক ট্যাবলেটসহ ইত্যাদি। সেই সাথে সাংবাদিকদের হাতে তুলে দেওয়া হয় ইফতার সামগ্রী।
পরে পুলিশের বিভিন্ন ইউনিটের মধ্যে পিপিইসহ সুরক্ষা সামগ্রী বিতরণ করেন পুলিশ সুপার। ওইসব সুরক্ষাসামগ্রীর মধ্যে ছিলো মাস্ক, গ্লাভস, সার্জিক্যাল ক্যাপ, পিপিই বা আইসোলেশন গাউন, ফেইস শিল্ড, আই প্রোটেক্টর, ব্লিচিং পাউডার, স্যাভলন/ডেটল, সাবান, হেক্সিসল, ফ্লাস্ক, ইলেকট্রিক কেটলি, ওয়াটার কনটেইনার, স্প্রে মেশিন, ডি-ইনফেক্টেড চেম্বার, মধু, মাল্টা, ভিটামিন সি, ভিটামিন ডি, জিঙ্ক ট্যাবলেট, হটপড ও নগদ প্রণোদনা।
পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম বলেন, এ নিয়ে তৃতীয়বারের মতো পুলিশ ও সিভিল স্টাফদের মাঝে সুরক্ষা সামগ্রী বিতরণ করা হলো। এবার দেওয়া হলো সাংবাদিক ও পুলিশ সদস্যদের মাধ্যে। করোনা পরিস্থিতিতে জনগণকে সেবা দিতে গেলে প্রথম নিজস্ব সুরক্ষিত থাকতে হবে।
তিনি আরও বলেন, করোনা পরিস্থিতিতে পুলিশের পাশাপাশি সাংবাদিকরাও মাঠ পর্যায়ে কাজ করছেন। এজন্য তাদের মূল্যায়নের স্বীকৃতি হিসেবে পুলিশের তরফ থেকে ঔষধসহ সামান্য সুরক্ষা সামগ্রী দেওয়া হলো।
সুরক্ষা সামগ্রী বিতরণকালে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ বিল্লাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়ার্টার) মাহমুদুল হাসান ফেরদৌস, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোখলেসুর রহমানসহ প্রমুখ।
বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ