ভারতের ছত্তিশগড়ে নিরাপত্তা বাহিনী ও মাওবাদীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে ৪ মাওবাদী ও এসকে শর্মা নামে এক পুলিশ কর্মকর্তার মৃত্যু হয়েছে। নিহত মাওবাদীদের মধ্যে একজন ডিভিশনাল কমিটির সদস্য এবং একজন এরিয়া কমিটির সদস্য বলে জানা গেছে।
শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে রাজ্যটির রাজনন্দগাঁও জেলার মানপুর পুলিশ থানার অধীন পারধৌনি গ্রামের কাছে একটি জঙ্গলে।
শনিবার রাজ্য পুলিশের আইজি (দুর্গ রেঞ্জ) বিবেকানন্দ সিনহা জানান, রায়পুর থেকে ১৫০ কিলোমিটার দূরে পারধৌনি গ্রামের কাছে ওই জঙ্গলে মাওবাদীদের জমায়েত হওয়ার খবর পেয়ে সেখানে অভিযান চালায় নিরাপত্তা বাহিনী।
একটি এএসএলআর রাইফেল, দুইটি ৩১৫ বোর রাইফেল, প্রচুর গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। ঘটনার পরই সেখানে অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে। ওই গ্রামে আরও কোন মাওবাদী লুকিয়ে রয়েছে কি না তার সন্ধানে অভিযান চলছে বলেও জানান আইজি।
বিডি প্রতিদিন/ফারজানা