নোয়াখালীতে করোনার কারনে কর্মহীন হয়ে পড়া অসহায় হতদরিদ্র দুই হাজার পরিবারের জন্য ঈদ উপহার সামগ্রী পৌঁছে দিল ঢাকাস্থ নোয়াখালী ক্লাব ঢাক লিমিটেড।
সংগঠনের প্রেসিডেন্ট ও ডিবিসি নিউজের ব্যবস্থাপনা পরিচালক শহিদুল আহসান পক্ষে এসব উপহার সামগ্রী আনুষ্ঠানিকভাবে তুলে দেন সংগঠনের সেক্রেটারি জেনারেল জামাল উদ্দিন।
আজ শুক্রবার সকাল ১১টায় নোয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ে জেলা প্রশাসক তন্ময় দাসের নিকট এসব উপহার সামগ্রী তুলে দেয়া হয়। এসময় বক্তব্য রাখেন নোয়াখালী ক্লাব ঢাক লিমিটেডের সেক্রেটারি জেনারেল জামাল উদ্দিন, জেলা প্রশাসক তন্ময় দাস, সদর উপজেলা চেয়ারম্যান একেএম সামছুদ্দিন জেহান, সংগঠনের ট্রেজারার জাফর আহম্মেদ।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের পরিচালক লুৎফুর রহমান ফটিক, আবুল কালামা আজাদ, কামাল উদ্দিন, মাহফুজুর রহমান কিরণ, আজিজুর রহমান কিরণসহ প্রমুখ।
দুই হাজার পরিবারের এসব ঈদ উপহারে প্রতি প্যাকেটে চাল, ডাল আলু, সেমাই, চিনি, তেল, সাবানসহ নিত্য প্রয়োজনীয় ২০লক্ষ টাকার সমমূল্যের প্রায় ৩০টন খাদ্যসামগ্রী রয়েছে।
বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ