২৩ মে, ২০২০ ২০:০২

চরভদ্রাসনে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেল চারশত পরিবার

চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি:

চরভদ্রাসনে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেল চারশত পরিবার

ফরিদপুরের চরভদ্রাসনে করোনা ভাইরাসের প্রভাবে কর্মহীন হয়ে পরা ও অসহায় ৪ শত পরিবার পেল প্রধানমন্ত্রীর ঈদ উপহার। শনিবার সকাল দশটার দিকে উপজেলা পরিষদ চত্তরে উপহার বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেসমিন সুলতানা।

জেলা সূত্রে জানা যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অর্থ তহবিল হতে বিশ লক্ষ ও  ফরিদপুর জেলা প্রশাসক হতে প্রাপ্ত ৫ লক্ষ মোট ২৫ লক্ষ টাকা জেলার ৯টি উপজেলার ৫ হাজার উপকার ভোগীর জন্য ভাগ করে দেয়া হয়। তারই অংশ হিসেবে চরভদ্রাসন উপজেলায় ৪ শত উপকারভোগীর মাঝে ২ লক্ষ টাকা বিতরণ করা হয়।
 
এরপরে বাংলাদেশ সমাজ কল্যান পরিষদ কর্তৃক প্রাপ্ত ৫০ হাজার টাকার খাদ্য সামগ্রী উপজেলার ১ শত পরিবারের মাঝে বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোতালেব হোসেন মোল্যা, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা পারভীন, সমাজকল্যান কর্মকর্তা শেখ মো: সুজাউদ্দীন রাসেদ, হরিরামপুর ইউপি চেয়ারম্যান আমীর হোসেন খান, চরঝাউকান্দা ইউপি চেয়ারম্যান মো: ফরহাদ হোসেন।

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর