বাংলাদেশ সেনাবাহিনীর সাভার সেনানিবাসের নবম পদাতিক ডিভিশনের ৮১ পদাতিক ব্রিগেডের অধীনস্থ ২৮ বীরের উদ্যোগে ফরিদপুরে শনিবার পরিচালিত হয়েছে বিনামূল্যের সম্প্রীতির বাজার। এই বাজার থেকে পাঁচ শতাধিক ক্রেতা বিনামূল্যে নিতে পেরেছেন নিত্য প্রয়োজনীয় আটটি পণ্য। এগুলোর মধ্যে ছিল পাঁচ কেজি চাল, এক কেজি করে ডাল, আলু, চিনি, লবন, বেগুন, আটা ও একটি মিষ্টি কুমড়ো।
সাভার সেনানিবাসের ফরিদপুরের দায়িত্বপ্রাপ্ত ইউনিটের (২৮ ব্রিগেট) অধিনায়ক লে. কর্ণেল মোঃ মাসুদ পারভেজ জানান, সুপার সাইক্লোন আম্ফান ও করোনায় ক্ষতিগ্রস্ত ফরিদপুরের কৃষকদের সাহায্যার্থে এ বাজারের আয়োজন করেছেন সেনা সদস্যরা।
ফরিদপুর জেলা প্রশাসন ও সেনাবাহিনীর যৌথ উদ্যোগে পৌরসভা এলাকার পাঁচশ’ ব্যক্তিকে এ বাজার থেকে এসব পণ্য দেয়া হয়েছে।
এর আগে ফরিদপুরের বিভিন্ন এলাকা ঘুরে চাষিদের কাছ থেকে এই বাজারের জন্য সবজি সংগ্রহ করেন সেনা সদস্যরা। তারা কৃষকের ক্ষেতের সবজি তুলতে সহায়তা করতে নিজেরাই ক্ষেতে নেমে যান। সেনা সদস্যদের এই সহায়তা পেয়ে সাধারণ কৃষকেরাও দারুণ খুশি হন।
বিডি প্রতিদিন/হিমেল