চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার সীমান্তবর্তী পীরপুরকুল্লা গ্রামে নিখোঁজের একদিন পর সাইফুল ইসলাম (৩৫) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে গ্রামের একটি মেহগনি বাগানে লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে সংবাদ দেয়। পুলিশ লাশ উদ্ধার করে দামুড়হুদা থানায় নিয়ে এসেছে। নিহত সাইফুল ইসলাম এনজিওর কর্মী।
দামুড়হুদা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল খালেক জানান, সাইফুল ইসলাম রবিবার দুপুরে গ্রামে মাংস কেনার সময় গ্রামের কয়েক জনের সাথে তার কথা কাটাকাটি হয়। বিকেল থেকে সে নিখোঁজ ছিল। পরে সোমবার সকালে গ্রামের একটি মেহগনি বাগানে তার মৃতদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে সংবাদ দেয়। পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে।
ওসি জানান, নিহতের গলায় দড়ির দাগ আছে। ময়না তদন্তের পর তার মৃত্যুর কারণ জানা যাবে।
বিডি প্রতিদিন/এ মজুমদার