২৬ মে, ২০২০ ১৭:৪৫

বিরামপুর সীমান্তে ফেনসিডিলসহ যুবক আটক

দিনাজপুর প্রতিনিধি:

বিরামপুর সীমান্তে ফেনসিডিলসহ যুবক আটক

দিনাজপুরের বিরামপুর সীমান্ত এলাকা দিয়ে ফেনসিডিল পাচারের অভিযোগে মো. সুমন ইসলাম (২০) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। এসময় ওই যুবকের কাছ থেকে ১০০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়েছে বলে বিরামপুর থানার ওসি মো.মনিরুজ্জামান মনির  বিষয়টি নিশ্চিত করেছেন। 

আজ মঙ্গলবার বেলা আড়াইটার দিকে বিরামপুর উপজেলার কাটলা ইউপির সীমান্ত এলাকা উত্তর দাউদপুর কাজীপাড়া আকবরের বাড়ির পেছনে ঢালায় রাস্তার উপর থেকে ফেনসিডিলসহ ওই মো.সুমন ইসলামকে আটক করা হয়। 

আটক মো. সুমন ইসলাম বিরামপুর উপজেলার কাটলা ইউপির উত্তর দাউদপুর কাজীপাড়া এলাকার তরজের আলীর ছেলে।

পুলিশ জানায়, মঙ্গলবার দুপুরে বিরামপুর উপজেলা কাটলা ইউনিয়নে সীমান্ত এলাকায় অনেকেই মোটরসাইকেল নিয়ে ফেনসিডিল খেতে যাচ্ছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশ ওই এলাকায়গুলোতে অবস্থান নেন। পরে উত্তর দাউদপুর কাজীপাড়া আকবরের বাড়ির পাশে ঢালায় রাস্তার দিয়ে সাইকেলের পেছনে বস্তায় করে ফেনসিডিল নিয়ে যাওয়ার সময় সুমন ইসলামকে তল্লাশি করে ১০০ বোতল আমদানি নিষিদ্ধ ভারতীয় ফেনডিলসহ তাকে আটক করা হয়।

বিরামপুর থানার ওসি মো.মনিরুজ্জামান মনির বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে। আটক সুমনের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করা হচ্ছে।

বিডি প্রতিদিন/এ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর