৩১ মে, ২০২০ ১৬:০৩

৬৬ দিন পর স্বাস্থ্যবিধি মেনে ছাড়লো পঞ্চগড় এক্সপ্রেস

পঞ্চগড় প্রতিনিধি

৬৬ দিন পর স্বাস্থ্যবিধি মেনে ছাড়লো পঞ্চগড় এক্সপ্রেস

পঞ্চগড় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশন থেকে ৬৬ দিন পর সীমিত আকারে ট্রেন যোগাযোগ শুরু হয়েছে। রবিবার দুপুর সাড়ে ১২টায় পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। 

করোনাভাইরাসের সংক্রমন ঠেকাতে সরকার গত ২৪ মার্চ দেশে ট্রেন চলাচল বন্ধ করে দেয়। ফলে ঢাকাসহ দেশের অন্যান্য জেলা থেকে আসা মানুষেরা আটকে যায়। 

করোনা মোকাবেলায় ট্রেন যাত্রীদের জন্য বিশেষ স্বাস্থ্য ব্যবস্থা নেয়া হয়েছে। হাত ধুয়ে এবং হ্যান্ড সেনিটাইজেশন ব্যবহার করে যাত্রীদেরকে ট্রেনের ভেতর প্রবেশ করানো হচ্ছে। যাত্রীদের জন্য প্রবেশ এবং বাহির হওয়ার জন্য দুটি দরজা ব্যবহার করার নির্দেশনা দেয়া হয়েছে। দীর্ঘদিন পর ট্রেন যোগাযোগ চালু হওয়ার ফলে কর্মস্থলে যোগদান করতে পারার কারণে যাত্রীদের মধ্যে প্রাণ চাঞ্চল্য দেখা গেছে। তবে যাত্রীদের টিকেট কাটতে হবে অনলাইনে। স্বাস্থ্য বিধি মেনে যাত্রীদের যাতায়াত করতে হবে। 
 
পঞ্চগড় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশনের মাষ্টার মশারফ হোসেন জানান, আপাতত একটি আন্তনগর ট্রেন প্রতিদিন ঢাকা-পঞ্চগড় যাওয়া আসা করবে। যাত্রীদের স্বাস্থ্যবিধি রক্ষার জন্য মনিটরিং করা হচ্ছে। 

 

বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর