বরিশালের আগৈলঝাড়া বাজার এলাকা থেকে অসুস্থ ৭৫ বছরের এক বৃদ্ধাকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। বুধবার সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ মালা ফরাজী নামে ৭৫ বছরের ওই বদ্ধা আগৈলঝাড়া বাজারে এসে অসুস্থ হয়ে বমি করতে শুরু করেন।
এ সময় বাজারের লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থালে গিয়ে তাকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়।
বৃদ্ধার বাড়ি আগৈলঝাড়া উপজেলার ঢালুর পাড়ে। তার স্বামীর নাম সন্তোষ ফরাজি। পুলিশ তার বাড়িতে খবর পাঠিয়েছে বলে জানিয়েছেন আগৈলঝাড়া থানার ওসি মো. আফজাল হোসেন।
বিডি প্রতিদিন/এনায়েত করিম