চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আব্দুর রশিদ (৭৪) নামে একজন বৃদ্ধ পথচারী নিহত হয়েছেন। আব্দুর রশিদ শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের এনায়েত বিশ্বাসেরটোলা গ্রামের মৃত তৈয়ব আলীর ছেলে।
বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কানসাট-শ্যামপুরগামী আঞ্চলিক সড়কের কানসাট ব্রিজের উপর এ ঘটনা ঘটে।
শিবগঞ্জ থানার পরিদর্শক (অভিযান) ইকবাল পাশা বলেন, পুলিশ মরদেহ উদ্ধারসহ ট্রাক ও হেলপারকে আটক করেছে। তবে চালক পালিয়ে গেছে।
বিডি প্রতিদিন/ফারজানা