কুমিল্লার লাকসাম উপজেলার জনগুরুত্বপূর্ণ একটি সড়কের বেহাল দশার কারণে মানুষের দুর্ভোগের অন্ত নেই। সড়কটির এতই দুরাবস্থা বিরাজ করছে তা দেখলে ফসল চাষের জমি মনে হয়। প্রয়োজনের তাগিদে এ সড়কে হাঁটু কাদা দিয়ে স্থানীয়দের ঝুঁকিপূর্ণ চলাচল করতে হচ্ছে। দ্রুত সড়কটি সংস্কারের দাবি জানিয়েছেন এলাকার সকল শ্রেণি-পেশার মানুষ।
সরেজমিনে দেখা যায়, উপজেলার মুদাফরগঞ্জ উত্তর ইউনিয়নের ৪নং আউশপাড়া ওয়ার্ডের সড়কটির দৈর্ঘ্য প্রায় এক কিলোমিটার। সড়কটি প্রধান সড়কের সাথে সংযুক্ত। এটি দক্ষিণ দিকে ব্রিটিশ বাড়ির ওপর দিয়ে ভাকড্ডা-সালেহপুর সড়কে মিলিত হয়েছে। এ সড়কে সালেপুর খালপাড়ার অধিকাংশ ও আউশপাড়া গ্রামের কয়েকটি পাড়ার প্রায় চারশ’ পরিবারের লোকজন চলাচল করে থাকেন। এলাকার শিক্ষার্থীরা এ সড়ক দিয়ে স্কুল, কলেজ ও মাদ্রাসা যায়। প্রয়োজনের তাগিদে প্রতিনিয়ত হাজারোও মানুষ এ সড়ক দিয়ে যাতায়াত করে। সড়কটির দুই পাশে রয়েছে শত শত পরিবারের বসবাস।
গত কয়েকদিনের বৃষ্টিতে সড়কটি দিয়ে চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। হাঁটু সমান কাদা ভেঙে নারী-পুরুষ, শিশু ও অসুস্থ রোগীদের ঝুঁকিপূর্ণ চলাচল করতে হচ্ছে। প্রতিবছর ফসল কাটার মৌসুমে এ বেহাল সড়কটি দিয়ে বহু কষ্টে কৃষকরা তাদের উৎপাদিত ফসল ঘরে তোলেন। বছরের পর বছর সড়কটি অবহেলিত থেকে যাওয়ায় স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করেন। তারা দ্রুত সড়কটি সংস্কারের দাবি জানান।
মুদাফরগঞ্জ উত্তর ইউপির চেয়ারম্যান শাহিদুল ইসলাম শাহিন জানান, সড়কটি পাকাকরণের জন্য স্থানীয় সরকার প্রকৌশলী বিভাগে প্রস্তাব দেয়া হয়েছে। এ বছর না হলেও আশা করি আগামী বছর কাজ শুরু হবে।
লাকসাম উপজেলা প্রকৌশলী খন্দকার গোলাম শওকত বলেন, উপজেলার বিভিন্ন অবকাঠামো ও সড়কগুলো সংস্কারের প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এর মধ্যে এ সড়কটিও রয়েছে।
বিডি প্রতিদিন/ফারজানা