করোনাভাইরাস প্রতিরোধে মানিকগঞ্জে মাস্ক, লিফলেট বিতরণ ও পরিবেশ রক্ষায় বৃক্ষ রোপন কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে মানিকগঞ্জ সদর হাসপাতাল প্রাঙ্গনে পালক ও বারসিকের আয়োজনে এই কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি মানিকগঞ্জ জেলা প্রশাসক এস.এম ফেরদৌস।
এসময় পুলিশ সুপার রিফাত রহমান শামীম, সিভিল সার্জন আনোয়ারুল আমিন আখন্দ, সদর হাসপাতালের ত্বত্তাবধায়ক ডাঃ আরশাদ উল্লাহ, প্রেস ক্লাবের সভাপতি গোলাম ছারোয়ার ছানু, এ্যাড দিপক কুমার ঘোষ, পালকের সদস্য সচিব বিমল রায় প্রমুখ উপস্থিত ছিলেন।
সভায় সভাপতিত্ব করেন পালকের যুগ্ম আহবায়ক খোন্দকার খালেকুজ্জামান। মাস্ক দিয়ে সহযোগীতা করেন মানিকগঞ্জের কৃতি সন্তান মাহবুব মোর্শেদ হাসান রুনু।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ তাফসীর