ঢাকার ধামরাইয়ে আজ বৃহস্পতিবার ভোর রাতে ধামরাই থানা পুলিশ আরও অজ্ঞাত এক যুবকের (৩২) লাশ উদ্ধার করেছে। ধামরাইয়ের কুল্লা ইউনিয়নের বড় চন্দ্রাইল গ্রামের একটি পুকুর পাড় থেকে তার লাশ উদ্ধারের পর ঢাকা শহীদ সোহরাওয়াদী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।
এর আগে গত মঙ্গলবার (২৩ জুন) সকালে নিখোঁজ থাকার একদিন পর ধামরাইয়ের রোয়াইল ইউনিয়নের কিসমত ভবানিপুর রাস্তার পাশ থেকে ফারুক হোসেন (২৬) নামে এক যুবকের লাশ উদ্ধার করে পুলিশ। তার বাড়ি ধামরাইয়ের খরারচর গ্রামে। তার বাবার নাম মোজাব আলী। সে একটি সিগারেট কোম্পানির বিক্রয় প্রতিনিধি ছিলেন।
জানা গেছে, আজ বৃহস্পতিবার সকালে ধামরাইয়ের বড় চন্দ্রাইল সেফ লাইফ হাসপাতালের পশ্চিম পাশে একটি পুকুরের পাড়ে এক যুবকের লাশ দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেন। পরে পুলিশ লাশটি উদ্ধার করে। তবে তার কোন পরিচয় পাওয়া যায়নি।
ধামরাই থানার ওসি দীপক চন্দ্র সাহা বলেন, উদ্ধারকৃত দু'টি লাশের গায়ে আঘাতের কোন চিহ্ন পাওয়া যায়নি। তারা আত্মহত্যা করেছে না তাদের দুর্বৃত্তরা হত্যা করেছে ময়না তদন্তের রিপোর্ট পেলেই সঠিক কারণ জানা যাবে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ তাফসীর