নাটোরে শহরের হরিশপুর এলাকায় ঢাবি ছাত্রী সুমাইয়া খাতুনকে হত্যার ঘটনায় মূল আসামি সুমাইয়ার স্বামী মোস্তাক এবং শ্বশুর জাকির হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। জেলা পুলিশের বিশেষ অভিযানে নাটোরের সীমান্ত এলাকা বাঘা থেকে মোস্তাককে এবং শ্বশুর জাকির হোসেনকে নন্দিগ্রাম থেকে আজ ভোর রাতে গ্রেফতার করা হয়।
দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেসব্রিফিং এসব তথ্য তুলে ধরেন পুলিশ সুপার লিটন কুমার সাহা।
পুলিশ সুপার আরও জানান, নিহতের মা বাদী হয়ে মামলা দায়েরের পর রাতেই অভিযান চালিয়ে পুলিশ নাটোর শহরের হরিশপুর এলাকার বাড়ি থেকে শাশুড়ি সৈয়দা মালেকা ও ননদ জাকিয়া ইয়াসমিন জুথিকে গ্রেফতার করে। তখন থেকে পলাতক ছিলেন সুমাইয়ার স্বামী মোস্তাক ও শ্বশুড় জাকির হোসেন। আসামিদের গ্রেফতার করতে পুলিশের আটটি ইউনিট কাজ করে বলে জানান তিনি।
বিডি প্রতিদিন/এ মজুমদার