রাজবাড়ীর বালিয়াকান্দিতে নবম শ্রেণিতে পড়ুয়া (১৬) এক স্কুল ছাত্রীকে গণষর্ধণের দায়ে বালিয়াকান্দি থানায় ৬ ব্যক্তির নাম উল্লেখ করে মামলা দায়ের হয়েছে।মামলার বিষয়টি নিশ্চিত করেছেন বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম আজমল হুদা।
বৃহস্পতিবার দুপুরে গর্ণধর্ষণের অভিযোগ এনে মামলাটি দায়ের কারেন ওই স্কুলছাত্রীর মা নাসিমা বেগম।
মামালার বাদী বলেন, মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে নিজ বাড়ি থেকে অপহরণ করে তুলে নিয়ে পাশ্ববর্তী বিলটাকিগাড়া এলাকায় ৬ জন মিলে গণধর্ষণ করে।
বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজমল হুদা বলেন, বৃহস্পতিবার স্কুল ছাত্রীর মা বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগাটি আমলে নিয়ে মামলা রুজু করা হয়েছে এবং স্কুল ছাত্রীকে ডাক্তারি পরীক্ষার জন্য রাজবাড়ী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। মামলার আসামিদের গ্রেফতারের জন্য বিশেষ অভিযান পরিচালনা করা হবে বলে জানান তিনি।
বিডি প্রতিদিন/এ মজুমদার