বরগুনার পাথরঘাটা উপজেলায় প্রতিবন্দিদের মাঝে খাদ্য সহায়তা দেয়া হয়েছে। আজ বৃহস্পতিবার পাথরঘাটা উপজেলায় ৭ ইউনিয়ন ও পৌরসভায় ৫৫০ জন প্রতিবন্দির মাঝে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাথরঘাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা গোলাম কবির, বিশেষ অতিথি ছিলেন পাথরঘাটা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. হুমায়ুন কবির, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. তরিকুল ইসলাম।
ইউএনও বলেন, সমাজসেবা অধিদপ্তরের বাংলাদেশ জাতীয় সমাজ কল্যাণ পরিষদের অর্থায়নে এবং বরগুনা জেলা প্রশাসনের সহযোগিতায় প্রতি জনকে ১০ কেজি চাল, ৩ কেজি আলু, ১ কেজি ডাল, ১ লিটার তেল সহায়তা দেয়া হয়েছে।
বিডি প্রতিদিন/আল আমীন