‘গাছ লাগান, পরিবেশ বাঁচান’ এই শ্লোগানকে সামনে রেখে রংপুর জেলা ছাত্রলীগ বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ করেছে। আজ দুপুরে রংপুরের পীরগঞ্জে প্রয়াত পরমাণু বিজ্ঞানী ড. এমএ ওয়াজেদ মিয়ার স্মৃতিধন্য বিদ্যাপীঠ রায়পুর উচ্চ বিদ্যালয় ও শাহ আবদুর রউফ সরকারি কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ ও শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ করা হয়।
জেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসানা সিদ্দিক রনি জানান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহবানে কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশে আমরা রংপুর জেলায় ১ লক্ষ ফলজ, বনজ ও ওষুধি গাছের চারা লাগানো ও বিতরণ কর্মসূচি হাতে নিয়েছি। এর অংশ হিসেবে গত কয়েকদিন ধরে আমাদের কার্যক্রম চলমান আছে।
আজ পীরগঞ্জে দুপুরে রংপুরের পীরগঞ্জে প্রয়াত পরমাণু বিজ্ঞানী ড. এমএ ওয়াজেদ মিয়ার স্মৃতিধন্য বিদ্যাপীঠ রায়পুর উচ্চ বিদ্যালয় ও শাহ আবদুর রউফ সরকারি কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ ও শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ করা হয়।
এ সময় জেলা ও উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/আল আমীন