সৌদি আরবে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মো. শাহপরান ভূঁইয়া লিটন নামে কুমিল্লার এক প্রবাসীর মৃত্যু হয়েছে। তার বয়স ছিল ৪৮ বছর।
বৃহস্পতিবার ভোরে সৌদি আরবের রিয়াদে করেনাভাইসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
লিটন কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার কেয়ারী গ্রামের ভূঁইয়া বাড়ির বাসিন্দা। করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন তার ছোট ভাই মোঃ বাবলু।
তিনি জানান, লিটন দীর্ঘদিন যাবত সৌদি আরবের রিয়াদে অবস্থান করছেন। চলতি মাসের শুরুতে লিটনের শরীরে করোনাভাইসের উপসর্গ দেখা দেয়। পরবর্তীতে নমুনা সংগ্রহ করার পর রিপোর্টে তার করোনা পজিটিভ আসে। আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠছিলেন তিনি। দ্বিতীয়বার নমুনা নেয়া হলেও এখনও রিপোর্ট আসেনি। এর মধ্যেই বৃহস্পতিবার ভোরে তিনি মারা যান।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন