কুড়িগ্রামের উলিপুরে ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার গভীর রাতে তাদের আটক করা হয়। পরে বৃহস্পতিবার দুপুরে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে তাদেরকে কুড়িগ্রামে জেল-হাজতে প্রেরণ করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তেতে বৃহস্পতিবার গভীর রাতে অভিযান চালিয়ে উপজেলার দূর্গাপুর ইউপি সংলগ্ন এলাকা থেকে দুই ব্যবসায়ীকে আটক করা হয়। তাদের তথ্য অনুযায়ী, বাকি দুই জনকে আটক করে পুলিশ।
আটকরা বুড়াবুড়ি ইউনিয়নের সাদির গ্রামের আব্দুল লফিতের ছেলে নাজমুল হুদা (২০), দুর্গাপুর ইউনিয়নের সরকার পাড়া গ্রামের ছলিম উদ্দিনের ছেলে জিয়া (৩৫), একই গ্রামের ছোবহান আলীর ছেলে মোন্নাফ আলী (৫০) ও মোন্নাফ আলীর ছেলে আলম মিয়া (৩০)। এসময় তাদের কাছ থেকে ১০৯ পিস ইয়াবা জব্দ করা হয়।
উলিপুর থানার অফিসার ইনচার্জ মোয়াজ্জেম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার