মাগুরা সদরের কটাখালী খাল থেকে অবৈধ ১৩টি আড়বাঁধ অপসারণ করা হয়েছে। জেলা প্রশাসন ও মৎস্য বিভাগের উদ্যোগে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ অবৈধ আড়বাঁধ অপসারণ করে।
সদর উপজেলা মৎস কর্মকর্তা শরীফ হোসেন সোহাগ জানান, কিছু অসাধু ব্যক্তি অবৈধভাবে আড়বাধ দিয়ে জেলার বিভিন্ন নদী ও খাল থেকে রেনুপোনাসহ বিভিন্ন প্রজাতির মাছ শিকার করে আসছে। এতে মাছের প্রজজন ও বংশ বিস্তার বাধাগ্রস্ত হচ্ছে।
ফলে দেশ থেকে দেশি প্রজাতির মাছ হারিয়ে যাচ্ছে। যে কারণে গত বুধবার ও বৃহস্পতিবার ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সদর উপজেলার জগদল ইউনিয়নের কাটাখালী খালে অভিযান চালিয়ে ১৩টি আড়বাঁধ অপসারণ করা হয়েছে। এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মাগুরা সদর সহকারী কমিশনার (ভূমি) এসিল্যান্ড পাপিয়া আক্তার।
বিডি প্রতিদিন/আল আমীন