শিরোনাম
- শুক্রবার মামদানির সঙ্গে বৈঠকে বসছেন ট্রাম্প
- বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকার অবস্থান কত?
- তিন নির্বাহী ম্যাজিস্ট্রেট চাকরিচ্যুত
- মুশফিক ছাড়াও শততম টেস্টে শতক হাঁকিয়েছেন যারা
- শততম টেস্টে শতক হাঁকালেন মুশফিক
- প্রথম মরক্কান হিসেবে আফ্রিকার বর্ষসেরা হাকিমি
- ভারতকে হারিয়ে র্যাঙ্কিংয়ে তিন ধাপ এগুলো বাংলাদেশে
- ভারতের সঙ্গে পূর্ণমাত্রায় যুদ্ধ শুরুর আশঙ্কা পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
- জাতীয় পুনর্জাগরণের নেতা
- চিড়িয়াখানায় ঠাঁই হলো সেই মুখপোড়া হনুমানের
- তত্ত্বাবধায়ক ফেরা প্রশ্নে আপিলের রায় আজ
- রাবি শিক্ষার্থীদের ওপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ
- বিপিএল নিলামের নতুন তারিখ ঘোষণা
- স্বর্ণের দাম বেড়েছে
- বগুড়ায় তারেক রহমানের পক্ষে ভোট চেয়ে পথসভা ও গণসংযোগ
- গাজায় ৩ হাজার পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দিতে চায় ইইউ
- অজিত দোভালকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানালেন খলিলুর রহমান
- শেখ হাসিনাকে বন্দী বিনিময় চুক্তির মাধ্যমে ফিরিয়ে রায় কার্যকর করতে হবে : দুলু
- সাইফের স্ট্যালিয়ন্সকে হারাল তাসকিনের নর্দান ওয়ারিয়র্স
- তা’মীরুল মিল্লাত মাদরাসার টঙ্গী শাখা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
কুড়িগ্রামে নদীর পানি বৃদ্ধিতে জমির ফসল নিমজ্জিত
কুড়িগ্রাম প্রতিনিধি:
অনলাইন ভার্সন
কুড়িগ্রামে ধরলা, তিস্তা ও ব্রহ্মপুত্রসহ সবকটি নদনদীর পানি অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাচ্ছে। ফলে জেলায় বন্যা পরিস্থিতি সৃষ্টির আশংকা তীব্র থেকে তীব্রতর হচ্ছে। নদনদীর পনি বৃদ্ধি অব্যাহত থাকায় এ আশংকা নদী তীরবর্তী মানুষজনসহ সংশ্লিষ্ট সকলের। নদীর সকল নিম্নাঞ্চল প্লাবিত হয়ে পড়ায় এখানকার মানুষজন পড়েছেন বিপাকে।
বৃহস্পতিবার স্থানীয় পানি উন্নয়ন বোর্ড জানায়, গত ২৪ ঘন্টায় ধরলা, তিস্তা ও ব্রহ্মপুত্রসহ সব নদীর পানি খুবই বৃদ্ধি পেয়ে বিপদ সীমার নীচ দিয়ে দিয়ে প্রবাহিত হচ্ছে। জেলার সেতু পয়েন্টে ধরলার পানি ৩৮ সেন্টিমিটার, নুনখাওয়া পয়েন্টে ব্রহ্মপুত্রের পানি ১৪ সেন্টিমিটার এবং কাউনিয়া পয়েন্টে তিস্তার পানি ৬ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে।
এদিকে, নদনদীর পানি অস্বাভাবিকভাবে বাড়ায় নিম্নাঞ্চলের আরও অনেক নতুন এলাকা প্লাবিত হচ্ছে। এ অবস্থায় নদী চরের অনেক মানুষের দুর্ভোগ দেখা দিয়েছে। নদনদী চরের মানুষগুলোর বাড়িতে পানি ঢুকে পড়ায় পার্শ্ববর্তী উঁচু জায়গায় আশ্রয় নিতে শুরু করেছে। অপরদিকে, টানাবৃষ্টি ও পাহাড়ি ঢলের নদনদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় চরাঞ্চলের অনেক মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। এছাড়াও তাদের ফসলি জমি পানিতে ডুবে গেছে। ডুবে গেছে নিম্নাঞ্চলের উঠতি ফসল বাদাম, তিল, কাউন, পাটসহ বিভিন্ন ধরনের সবজি খেত। এ অবস্থায় এসব মানুষ মারাত্নক বন্যার আশংকায় রয়েছেন।
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আরিফুল ইসলাম জানান, নদনদীর পানি অনেকটা বেড়ে নিম্নাঞ্চল প্লাবিত। তবে খুব দ্রুততম সময়ে বন্যার সৃষ্টি হতে পারে বলে জানান তিনি। তিনি বলেন, চলতি মাসের ২৮ ও ২৯ তারিখ এবং জুলাইয়ের প্রথম সপ্তাহে ব্রহ্মপুত্র নদের পানি বিপদসীমা অতিক্রম করতে পারে।
বিডি প্রতিদিন/এ মজুমদার
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর