কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে প্রায় ৩৬ হাজার ইয়াবা ট্যাবলেটসহ এক রোহিঙ্গা মাদক ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার দুপুরে হ্নীলা ইউনিয়নের লেদা এলাকা থেকে ইয়াবাসহ তাকে আটক করা হয়। আটক মাদক ব্যবসায়ী হলেন হ্নীলা ইউনিয়নের ২৬ নম্বর মুচনী রোহিঙ্গা শরনার্থী শিবিরের শেল্টার ৯১৯, বøক-পি এর বাসিন্দা মৃত নিজাম উদ্দিনের ছেলে মো. ইয়াসিন (১৫)।
টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফগামী অটোরিক্সা (সিএনজি) যোগে ইয়াবা পাচার হবে। এমন তথ্যের ভিত্তিতে লেদা বিওপি একটি বিশেষ টহলদল বিওপি সংলগ্ন (টেকনাফ-কক্সবাজার) সড়কে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে বিভিন্ন গাড়ি তল্লাশির সময় সন্দেহভাজন যাত্রীবাহী অটোরিক্সাটি থামানো হয়।
তল্লাশির এক পযার্য়ে যাত্রী সিটের নিচে লুকিয়ে রাখা ব্যাগ তল্লাশি করে ৩৫ হাজার ৯৬০পিস ইয়াবা ট্যাবলেটসহ এক রোহিঙ্গা কিশোরকে আটক করতে সক্ষম হয়। ইয়াবার আনুমানিক মূল্য ১ কোটি ৭ লাখ ৮৮ হাজার টাকা।
বিডি প্রতিদিন/আল আমীন