মাদারীপুরের রাজৈরে ইকবাল মোল্লা নামে এক ব্যক্তিকে হত্যাকান্ডে জড়িত থাকার অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের বৃহস্পতিবার কোর্টের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
রাজৈর থানার ওসি শওকত জাহান জানান, রাজৈর উপজেলার ইশিবপুর ইউনিয়নের শাখারপাড় ব্রিজের ওপর রক্ত ও ধানক্ষেতে ইকবাল মোল্লার লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। মঙ্গলবার পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তে জন্য মাদারীপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়।
এরপর পুলিশ তদন্ত শুরু করে। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে বৃহস্পতিবার শাখারপাড় গ্রামের মর্তুজা মোল্লার ছেলে আজাদ ও মহেন্দ্র্রদী গ্রামের মোতালেব হাওলাদারের ছেলে খোকনকে গ্রেফতার করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদেও তাদের দুজন হত্যাকান্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলেও জানান ওসি।
উল্লেখ্য, নিহত ইকবাল মোল্লা শাখারপাড় এলাকার সুন্দর আলি মোল্লার ছেলে। সোমবার রাতের কোনও এক সময় তাকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়।
বিডি প্রতিদিন/আল আমীন