বগুড়া জেলা আওয়ামী লীগের প্রবীণ নেতা শহিদুল আলম দুদু আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। বৃহস্পতিবার বাদ এশা বগুড়ায় নিজ বাসভবনে ইন্তেকাল করেন তিনি।
নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ার হোসেন রানা জানান, আজ বাদ এশা বগুড়ায় নিজ বাসভবনে ইন্তেকাল করেন তিনি। বার্ধক্যজনিত কারণে তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন।
তার মৃত্যুতে বগুড়া-৪ (নন্দীগ্রাম-কাহালু) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেন গভীর শোক প্রকাশ করেছেন। এছাড়া কাহালু উপজেলা চেয়ারম্যান আল হাসিবুল হাসান সুরুজ, পৌর মেয়র ও কাহালু উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব হেলাল উদ্দিন কবিরাজসহ নন্দীগ্রাম-কাহালুর আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীরা বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
উল্লেখ্য, বগুড়া-৪ (নন্দীগ্রাম-কাহালু) আসনে ৪ বার আওয়ামী লীগের প্রার্থী ছিলেন শহিদুল আলম দুদু।
বিডি প্রতিদিন/আরাফাত