হবিগঞ্জের আজমিরীগঞ্জের কাকাইছেও ইউনিয়নের কালনী গ্রামে সিরাজ মিয়া নামের পুকুরের পানিতে ডুবে ৬৮ বছরের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। আজ ময়না তদন্ত ছাড়াই তার লাশ বাড়িতে নিয়ে দাফন করা হয়েছে।
মৃতের পারিবারিক সূত্র জানায়, সিরাজ মিয়া দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। রবিবার বিকেলে তিনি বাড়ির পাশের পুকুরে অজু করতে যান। এরপর তিনি নিখোঁজ হয়ে যান। আজ সকালে পুকুরে তার ভাসমান লাশ দেখতে পায় পরিবারের লোকজন। পরে এ বিষয়টি আজমিরীগঞ্জ থানা পুলিশকে জানালে পুলিশ ছুরতহাল রির্পোট তৈরী করার জন্য লাশ থানায় নিয়ে যায়।
পরে পরিবারের লোকজন থানাকে অনুরোধ করে ময়নাতদন্ত ছাড়া লাশ বাড়িতে নিয়ে গিয়ে দাফন সম্পন্ন করে। আজমিরীগঞ্জ থানার আবু হানিফ এ বিষয়টি নিশ্চিত করেন।
বিডি প্রতিদিন/আল আমীন