'মুজিবর্ষের আহ্বান, ৩টি করে গাছ লাগান'-কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে ভালুকা পৌর শাখা ছাত্রলীগের কর্মীরা। আজ সোমবার সকালে পৌর এলাকার সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় ও এ্যাপোলো ইনস্টিটিউট অব কম্পিউটার কলেজে মুজিব শতবর্ষে ১ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে এই বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।
এসময় বনজ, ফলদ ও ভেষজ অর্ধশত গাছ রোপণ করা হয়। ভালুকা পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক রুহুল আমীন সিদ্দিকী শাওনের আয়োজনে পৌর ছাত্রলীগের নেতাকর্মীরা এ কর্মসূচি পালন করেন।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার নির্দেশনা মোতাবেক, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের ঘোষিত সাংগঠনিক কর্মসূচির অংশ হিসেবে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সরকার মোহাম্মদ সব্যসাচীর আহবানে এ কর্মসূচি পালন করেন তারা।
এসময় অন্যান্যদের মাঝে এ্যাপোলো ইনস্টিটিউটের অধ্যক্ষ এ.আর.এম. শামছুর রহমানসহ পৌর ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ তাফসীর