ময়মনসিংহের হালুয়াঘাটে মাঠ থেকে গরু আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে হাবিবুর রহমান (৪০) নামে একজনের মৃত্যু হয়েছে। এছাড়াও ঘটনাস্থলে ওই গরুটিও মারা যায়। আজ সোমবার সকাল ১০ টার দিকে উপজেলার স্বদেশী গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহত হাবিবুর রহমান একই গ্রামের মৃত মুজিবুর রহমানের ছেলে।
থানা পুলিশ সূত্রে জানা যায়, স্থানীয় নাগলা ফিসারিজ নামকস্থানে ১টি গরু বৈদ্যুতিক মর্টারের তারের সাথে শক লেগে মরতে দেখে গরুটিকে বাঁচানোর জন্য এগিয়ে যায় হাবিবুর। বৈদ্যুতিক তারটি সরিয়ে গরুটিকে স্পর্শ করতে গেলে শকে অবচেতন হয়ে পড়েণ তিনি। পরে স্থানীয়রা ঘটনাস্থল থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনার খরর পেয়ে হালুয়াঘাট থানার উপ-পুলিশ পরিদর্শক খোকন সরকার ঘটনাস্থল পরিদর্শন ও নিহতের সুরতহাল লিপিবদ্ধ করেন। তথ্যটি নিশ্চিত করে হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাহমুদুল হাসান জানান, খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরির্দশন শেষে নিহত পরিবারের পক্ষ থেকে কোন আপত্তি না থাকায় লাশ হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে থানায় অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ তাফসীর