রাজনৈতিক দলের সব পর্যায়ের কমিটিতে ৩৩ ভাগ নারীর অন্তর্ভুক্তির সময়সীমা আরও ৫ বছর বাড়ানোর দাবিতে মানববন্ধন করেছে তিনটি নারী সংগঠনের সদস্যরা। মঙ্গলবার সকালে বাগেরহাট প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এই মানববন্ধনের আয়োজন করে নারী উন্নয়ন ফোরাম, মহিলা পরিষদ ও অপরাজিতা বাগেরহাট।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন বাগেরহাট নারী উন্নয়ন ফোরামের সভানেত্রী সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পাভিন, বাগেরহাট জেলা পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য অধ্যাপিকা আফরোজা আক্তার, মহিলা পরিষদ নেত্রী বাগেহোট পৌরসভার নারী কাউন্সিলর তানিয়া খাতুন প্রমুখ্য।
বক্তারা নির্বাচন কমিশন (ইসি) রাজনৈতিক দলের নিবন্ধন আইন- ২০২০ (আরপিও) পরিবর্তন করে রাজনৈতিক দলের সব পর্যায়ের কমিটিতে ৩৩ ভাগ নারীর অন্তর্ভুক্তির সময়সীমা বাতিলের যে খসড়া প্রস্তাব করেছে তা বাতিলের দাবি জানান।
বিডি প্রতিদিন/ফারজানা