বরিশাল থেকে নিখোঁজের ২৩ দিন পর এ্যানি আক্তার (১৭) নামে এক মাদ্রাসা ছাত্রীকে উদ্ধার করেছে র্যাব সদস্যরা। সোমবার সন্ধ্যা প্রায় পৌনে ৭ টার দিকে চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার হাট রাজবাড়ী থেকে তাকে উদ্ধার করা হয়। চাঁপাইনবাবগঞ্জ র্যাব-৫ ক্যাম্প সূত্রে জানা গেছে, মাদ্রাসা শিক্ষার্থী এ্যানি আক্তার (১৭) গত ৬ জুন নিখোঁজ হয়।
এ ঘটনায় বরিশাল বানারিপাড়া পুলিশ ষ্টেশনে গত ২৬ জুন জিডি নং-৯০১ মূলে সংবাদ প্রাপ্তির পর থেকে চাঁপাইনবাবগঞ্জ র্যাব ক্যাম্পের সদস্যরা এলাকার বিভিন্ন মাধ্যমে নিখোঁজ ছাত্রীর সম্পর্কে খোঁজখবর অব্যাহত রাখতে শুরু করে। এক পর্যায়ে সোমবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে নাচোল উপজেলার নাচোল সদর ইউনিয়নের হাট রাজবাড়ী হতে নিখোঁজ বরিশালের মাদ্রাসা ছাত্রী এ্যানি আক্তারকে উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায় জনৈক মাসুদ রানা নামে একজন ব্যক্তি ঢাকা ও অন্যান্য স্থানে তাকে আটক রাখে। এদিকে র্যাব জানায়, উদ্ধারকৃত ছাত্রীকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
বিডি প্রতিদিন/এ মজুমদার