পারিবারিক কলহ, যুব সমাজের নৈতিক অবক্ষয় ও অর্থনৈতিক সংকটের কারণে রাজবাড়ীতে দিন দিন বৃদ্ধি পাচ্ছে আত্মহত্যার প্রবণতা। জুন মাসেই জেলার ৫টি উপজেলতে ২৩ জনের আত্মহত্যার ঘটনা ঘটেছে। স্থানীয় মনোবিশেষজ্ঞরা বলছেন, যদি পারিবারিক কলহ কমিয়ে সৌহাদ্যপূর্ণ সম্পর্ক স্থাপন এবং অর্থনৈতিক ভীত মজবুত করলেই কেবলমাত্র আত্মহত্যা থেকে রক্ষা পেতে পারে এ সকল মানুষ।
সরেজমিনে অনুসন্ধান করে জানা যায়, জুন মাসেই সদর উপজেলাতে ১২জন, গোয়ালন্দে ৪জন, পাংশাতে ২জন, বালিয়াকান্দিতে ৩জন এবং কালুখালী উপজেলায় ২জন আত্মহত্যা করেছেন। আত্মহত্যাকারীদের মধ্যে ১৬ জন পুরুষ এবং ৭ জন নারী রয়েছেন।
মৃত্যুর কারণে হিসেবে জেলা পুলিশ জানান, তুচ্ছ কারণেই অনেকেই আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন। বিশেষ করে করোনাকালীন সময়ে ব্যবসায় ক্ষতি, পুলিশের সাথে কথা বলতে বলতে, ইজিবাইক কিনে না দেওয়া, ঘুড়ি উড়ানো নিয়ে দ্বন্দ্ব ও পারিবারিক কলহের জেরে আত্মহত্যার ঘটনা ঘটেছে।
সম্প্রতি ২৬ জুন (শুক্রবার) সন্ধ্যার দিকে রাজবাড়ী বাজারের নিজ দোকানে আত্মহত্যা করেন ব্যবসায়ী অনূকুল দত্ত (৫২)। এছাড়া দৌলতদিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি ও ইউপি সদস্য রাশেদুল ইসলাম পান্নু (৪৮) ও পাপন সাহার (২৫) আত্মহত্যাগুলো জেলায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করে।
এই ২৩জন আত্মহত্যাকারীর একাধিক স্বজনেরা জানান, অর্থনৈতিক সংকট, পারিবারিক কলহ এবং সামাজিক অস্থিতিশীলতার কারণেই তারা আত্মহত্যার পথ বেছে নিয়েছেন।
আত্মহত্যার বিষয়ে মঙ্গলবার রাজবাড়ী সরকারি আদর্শ মহিলা কলেজের মনোবিজ্ঞান বিভাগের প্রভাষক মো. তাকবীর হাসান জানান, আয়তনের দিক দিয়ে রাজবাড়ী খুবই ছোট একটি জেলা। এই জেলাতে এক মাসে ২৩ জনের মৃত্যু অনাকাঙ্খিত। এ সকল আত্মহত্যারোধের জন্য দৈহিক স্বাস্থ্যের পাশাপাশি মানসিক স্বাস্থ্যের উন্নতির বিকাশ ঘটাতে হবে। সেক্ষেত্রে পারিবারিক বন্ধন সুদৃঢ় করতে হবে। তাছাড়া বিনোদন সৃষ্টি, মানষিক প্রশান্তি এবং যে কোন বিষয় নিয়ে পরিবারের মধ্যে আলোচনা করাটা খুবই জরুরী। এগুলো বাস্তবায়ন করা গেলেই কেবলমাত্র সমাজ থেকে আত্মহত্যার প্রবণতারোধ করা সম্ভব।
রাজবাড়ী সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক দিপক কুমার বিশ্বাস বলেন, গত কয়েক মাসের থেকে জুন মাসে আত্মহত্যার ঘটনা বেশি ঘটেছে। সেক্ষেত্রে আমরা প্রাথমিকভাবে করোনা প্রভাবে কর্মহীন হয়ে পড়া ও হতাশাকে দায়ী করছি। তাছাড়া যুব সমাজের নৈতিক ও পারিবারিক অবক্ষয়ই এই আত্মহত্যার মূল কারণ।
রাজবাড়ী পুলিশ সুপার মো. মিজানুর রহমান বলেন, রাজবাড়ীতে আত্মহত্যার মানষিকতা বেশি। রাজবাড়ী জেলা পুলিশ আত্মহত্যা প্রতিরোধে কাজ করবে। কেন এই জেলার মানুষ আত্মহত্যার পথ বেছে নিচ্ছে সেটি নিয়েও আমরা কাজ করবো।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ