সুনামগঞ্জ জেলা রেড ক্রিসেন্ট সোসাইটিকে করোনা দুর্যোগকালে রোগীদের সেবা দেওয়ার জন্য একটি এ্যাম্বুলেন্স উপহার দিয়েছে সিলেট রোটারি ক্লাব সমূহ। মঙ্গলবার বেলা ২ টায় জেলা সার্কিট হাউসে সিলেট জেলা রোটারি ক্লাবের গভর্নর এম আতাউর রহমান পীর জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক এডভোকেট মতিউর রহমান পীরের হাতে আনুষ্ঠানিক ভাবে এ্যাম্বুলেন্সের চাবি তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন পৌর মেয়র নাদের বখত, অতিরিক্ত পুলিশ সুপার জয়নাল আবেদীন, রেড ক্রিসেন্ট কর্মকর্তা হায়দার চৌধুরী লিটন, শংকর চন্দ্র দাস, সিলেট রোটারি ক্লাবের এ্যাসিস্ট্যান্ট গভর্নর কামাল উদ্দিন ভূঁইয়া, সাহেদ হোসাইন, রোটারিয়ান রানা লুৎফর রহমান পীর, রুমেল সাইদুর রহমান পীর প্রমুখ।
বিডি প্রতিদিন/আল আমীন