৩ জুলাই, ২০২০ ১৯:৪১

১০ হাজার লোকের মেজবানি, ২০ হাজার টাকা জরিমানা

সিরাজগঞ্জ প্রতিনিধি

১০ হাজার লোকের মেজবানি, ২০ হাজার টাকা জরিমানা

প্রতীকী ছবি

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে দশটি গরু জবাই করে ১০ হাজার লোকের মেজবানি আয়োজন করায় আয়োজককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ শুক্রবার সকালে উপজেলার হাটিকুমরুল ইউপির ধোপাকান্দি গ্রামে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে এ অর্থদণ্ড দেন। 

উল্লাপাড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুজ্জামান জানান, স্বাস্থ্যবিধি না মেনে বিশাল মেজবানির আয়োজন করা হয়েছিল। আগতদের কারো মুখে মাস্ক পড়া ছিল না। ঘটনাস্থলে ভ্রাম্যমান আদালতের সাথে পুলিশের উপস্থিতি দেখে অনুষ্ঠানে আগত হাজার হাজার মানুষ দৌড়ে পালিয়ে যায়। 

এ অবস্থায় রান্না করা খাবারগুলো আশপাশের গ্রামের গরিব অসহায়দের মাঝে বিলিয়ে দেয়া হয়েছে। পাশাপাশি স্বাস্থ্যবিধি না মেনে বিশাল এ মেজবানির আয়োজন করার অপরাধে আয়োজক ওই বাড়ির মালিক আব্দুল্লাহ কাফিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।


বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ তাফসীর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর