৪ জুলাই, ২০২০ ২১:৪২

লেবুর বাগানে গাঁজা চাষ!

নিজস্ব প্রতিবেদক, বগুড়া:

লেবুর বাগানে গাঁজা চাষ!

বগুড়ার ধুনট উপজেলায় লেবুর বাগানে চাষকৃত ৫টি গাঁজার গাছসহ সবুজ ইসলাম (১৯) নামে এক চাষিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শনিবার দুপুরে আটক সবুজ ইসলাম ধুনট উপজেলার মথুরাপুর ইউনিয়নের কামারপাড়া খাদুলী গ্রামের আলী আকবরের ছেলে। পরে তাকে ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বগুড়ার ধুনট থানায় দায়ের হওয়া মামলা সূত্রে জানা গেছে, সবুজ ইসলাম ও তার বাবা আকবর আলী পেশায় তাঁত শ্রমিক। বাবা ও ছেলে বাড়ির পাশে লেবুর বাগানে দীর্ঘদিন ধরে গাঁজা চাষ করেন। গাঁজার গাছগুলো বড় হলে তা কেটে প্রক্রিয়াজাত করে মাদকসেবীদের কাছে বিক্রি করেন বাবা ও ছেলে। সংবাদ পেয়ে শুক্রবার মধ্যরাতের দিকে থানা পুলিশ ওই লেবুর বাগানে অভিযান চালিয়ে ৫টি গাঁজার তাজা গাছ উদ্ধার করে। এসময় বাগান থেকে সবুজ ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ।

বগুড়ার ধুনট থানার উপ-পরিদর্শক (এসআই) প্রদীপ কুমার বর্মন জানান, গাঁজা চাষি সবুজ ইসলামকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। তার বাবা আকবর আলীকে গ্রেফতারের চেষ্টা চলছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ধুনট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।


বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর