চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার মদনা গ্রামের বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মিলন হোসেন (৩৫) নামের এক বিদ্যুৎ মিস্ত্রি মারা গেছেন। শুক্রবার সকালে গ্রামেরই একটি বাড়িতে বিদ্যুতের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। তিনি মদনা গ্রামের মৃত ফারুক আহম্মেদের ছেলে।
দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহব্বুর রহমান জানান, বিদ্যুৎ মিস্ত্রি মিলন হোসেন শুক্রবার সকালে গ্রামের খালেকুজ্জামানের বাড়ি বিদ্যুতের কাজ করছিলো। এ সময় সে বিদ্যুৎস্পৃষ্ট হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিডি প্রতিদিন/আল আমীন