গাইবান্ধার ফুলছড়ি উপজেলার ছয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে আটক করছে পুলিশ। গতকাল দুপুরে উপজেলা চত্বর থেকে তাদের আটক করা হয়। তারা সবাই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। আটকরা হলেন- উড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল পাশা, কঞ্চিপাড়া ইউপির সোহেল রানা শালু, ফজলুপুর ইউপির আনসার আলী ম ল, ফুলছড়ি ইউপির আজহারুল ইসলাম হান্নান, এরেন্ডাবাড়ি ইউপির আবদুল মান্নান আকন্দ ও গজারিয়া ইউপির খোরশেদ আলম খুশু। পুলিশ জানায়, ফুলছড়ি উপজেলার সাতটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সক্রিয়ভাবে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। গতকাল উপজেলা পরিষদের আইনশৃঙ্খলা মিটিং শেষে বের হওয়ার সময় তাদের আটক করা হয়। এ সময় উদাখালী ইউপি চেয়ারম্যান আল আমিন পালিয়ে যান। ফুলছড়ি থানার ওসি হাফিজুর রহমান বলেন, ‘রাষ্ট্রের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে তাদের আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।’