নেত্রকোনার আটপাড়ায় পুকুরের পানিতে ডুবে মৌমিতা (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল দুপুরে উপজেলার দুওজ ইউনিয়নের কৈলং গ্রামে এ ঘটনা ঘটে। শিশুটি ওই গ্রামের মিজানুর রহমানের মেয়ে। শিশুর চাচা সাগর জানান, শিশুদের ভয়ে বাড়ির সামনের পুকুরের চারপাশ নেট দিয়ে আটকানো। কিন্তু ঘাটের অংশ দিয়ে মৌমিতা সবার অজান্তে পুকুরে নেমে যায়। বেশ কিছুক্ষণ পর মৌমিতার নিথর দেহ পুকুরে ভাসতে দেখে ওর ফুফাতো বোন। তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।