মানিকগঞ্জ সদর উপজেলার মুলজান এলাকার উন্মুক্ত স্থান থেকে ময়লার ভাগাড় অপসারণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। গতকাল দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের পাশে এ মানববন্ধন করা হয়। এতে শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি পেশার শতাধিক মানুষ অংশ নেন। মানববন্ধনে বক্তারা বলেন, ফ্যাসিস্ট সরকারের আমলে নিয়মনীতির তোয়াক্কা না করে তিন ফসলী জমিতে ময়লার ভাগাড় করা হয়। ভুক্তভোগীরা জমি রক্ষায় আন্দোলন করলে পৌর কর্তৃপক্ষ মিথ্যা আশ্বাস ও ভয়ভীতি দেখিয়ে জায়গার নিয়ন্ত্রণ নেয়। তখন থেকে পৌর এলাকার সব বর্জ্য সেখানে ফেলা হচ্ছে। খোলা জায়গায় ময়লা ফেলার কারণে দুর্গন্ধে এলাকা বসবাসের অযোগ্য হয়ে পড়েছে। দ্রুত সময়ের মধ্যে ব্যবস্থা না নিলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।