টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন বিষয়ে সচেতনতা তৈরির লক্ষ্যে নেত্রকোনায় সাংবাদিকদের অংশগ্রহণে একটি দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা তথ্য অফিসের উদ্যোগে এবং ইউনিসেফ বাংলাদেশের সহায়তায় আয়োজিত এই কর্মশালায় জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা অংশ নেন।
‘শিশু-কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতা প্রচার কার্যক্রম’ প্রকল্পের আওতায় অনুষ্ঠিত এ কর্মশালায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাফিকুজ্জামান। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান, সিভিল সার্জন মো. গোলাম মাওলা নঈম এবং জেলা তথ্য অফিসের উপ-পরিচালক আল ফয়সাল।
টাইফয়েড টিকাদান কর্মসূচির ওপর একটি পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. দাউদ শরীফ। এতে টিকাদান কর্মসূচির বিস্তার, সময়সূচি এবং লক্ষ্যমাত্রা নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরা হয়।
কর্মশালায় সাংবাদিকরা টাইফয়েড টিকা সম্পর্কিত গুজব ও বিভ্রান্তি প্রতিরোধে করণীয় নিয়ে মুক্ত আলোচনায় অংশ নেন।
বিডি প্রতিদিন/জামশেদ