বিহারে ভোটার তালিকা সংশোধন ও ‘ভোট চুরি’র প্রতিবাদে গতকাল ভারতের রাজধানী নয়াদিল্লিতে বিক্ষোভের সময় পুলিশ কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী ভদ্র, শিবসেনা (ইউবিটি) নেতা সঞ্জয় রাউত, তৃণমূল কংগ্রেসের সদস্য সাগরিকা ঘোষসহ অন্তত ২০০ সংসদ সদস্যকে আটক করে। তবে দুই ঘণ্টা পর প্রায় সবাইকেই মুক্তি দেওয়া হয়েছে। সংসদ সদস্যরা বিক্ষোভ নিয়ে নির্বাচন কমিশন (ইসি) অফিসের দিকে রওনা হয়েছিলেন। নরেন্দ্র মোদির দল বিজেপির বিরুদ্ধে ভোট চুরির প্রতিবাদ করতে গতকাল রাহুল, প্রিয়াঙ্কা গান্ধীসহ বিরোধী জোট ‘ইন্ডিয়া’র সংসদ সদস্যরা রাস্তায় নামেন। তাঁরা পার্লামেন্ট থেকে ১ কিলোমিটার দূরে নির্বাচন কমিশন দপ্তরের দিকে মিছিল নিয়ে যাচ্ছিলেন। মিছিলের নেতৃত্বে ছিলেন রাহুল গান্ধী, কংগ্রেস সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী, তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্য মহুয়া মৈত্র, সাগরিকা ঘোষ, সুস্মিতা দেব, ডেরেক ও’ব্রায়ান, এনসিপি নেতা শারদ পওয়ার, সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব, ডিএমকে সংসদ সদস্য টি আর বালু, শিবসেনা (ইউবিটি গোষ্ঠী) সংসদ সদস্য সঞ্জয় রাউতসহ ৩ শতাধিক সংসদ সদস্য। একপর্যায়ে পুলিশ ব্যারিকেড দিয়ে পথ আটকায়। এরপর পুলিশের বাধা টপকে সেই ব্যারিকেডের ওপর উঠে পড়েন অখিলেশ, মহুয়া, সাগরিকারা। বাকিদের অনেকেই সেখানে বসে পড়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিক্ষোভ, স্লোগান দিতে থাকেন। উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। কার্যত হুলুস্থুল বেধে যায়। এ অবস্থায় মহুয়া মৈত্র, সাগরিকা ঘোষ, মিতালি বাগসহ কয়েকজন সংসদ সদস্য অচেতন হয়ে পড়েন। পরে মিতালি বাগকে হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এ উত্তেজনার মধ্যেই এক এক করে রাহুল, প্রিয়াঙ্কা, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে, জয়রাম রমেশ, সাগরিকা ঘোষ, এনসিপি সংসদ সদস্য সুপ্রিয়া সুলে, সমাজবাদী পার্টির সাংসদ ডিম্পল যাদবসহ অন্যান্য সংসদ সদস্যকে পুলিশের প্রিজন ভ্যানে তোলা হয়। সেখান থেকে তাঁদের সোজা নিয়ে যাওয়া হয় পার্লামেন্ট স্ট্রিট পুলিশ থানায়। যদিও পরে আটক সংসদ সদস্য প্রত্যেককেই মুক্তি দেওয়া হয়। থানা থেকে ছাড়া পাওয়ার পর ভারতীয় পার্লামেন্টের অধিবেশনে যোগ দেন ইন্ডিয়ার নেতারা। গ্রেপ্তার হওয়ার সময় রাহুল বলেন, ‘এটা রাজনীতির লড়াই নয়। এটা ভারতের সংবিধান বাঁচানোর লড়াই।’ মিছিলের আগে বিক্ষোভের কারণে পার্লামেন্টের দুই কক্ষ রাজ্যসভা ও লোকসভা অচল হয়ে যায়। রাহুল গান্ধীর অভিযোগ, বিজেপি নির্বাচন কমিশনের সঙ্গে হাত মিলিয়ে ভোটের তালিকা সংশোধন করছে এবং এভাবে ভোট চুরি করে হরিয়ানা ও মহারাষ্ট্রে জিতেছে। অভিযোগ অনুযায়ী, নির্বাচন কমিশন যেসব রাজ্যে আসন্ন নির্বাচন রয়েছে তার তালিকা সংশোধন করছে। বিহারে ভোটার তালিকা থেকে ৬৫ লাখ ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে। এর অধিকাংশ মুসলিম সম্প্রদায়ের। পশ্চিমবঙ্গে আগামী বছরে ভোট। তার আগে তালিকা সংশোধন করা হচ্ছে।
শিরোনাম
- ‘শাপলা যদি দিতেই চান একটু ফুটাইয়া দিলে ক্ষতি কী?’
- পাপ ও প্রতিশোধের ভয়ংকর গল্প ‘কিতাব সিজ্জিন দান ইল্লিয়িন’ আসছে স্টার সিনেপ্লেক্সে
- কাশ্মীরে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের ঘোষণা পাকিস্তানের
- নিজেদের সেনাদের মৃত্যুদণ্ড দিচ্ছে রুশ কমান্ডাররা
- সুদানের এল ফাশেরে ১৪ হাজারের বেশি বেসামরিক নিহত
- বিএমএ ‘হল অব ফেইম’-এ অন্তর্ভুক্ত হলেন নৌবাহিনী ও বিমান বাহিনী প্রধান
- তুরস্কের অনুরোধে আফগানিস্তান-পাকিস্তান ফের আলোচনায় বসছে
- মহাকাশ মিশনে যাচ্ছেন প্রথম পাকিস্তানি নভোচারী
- প্রেস অ্যাক্রিডিটেশন আপিল কমিটি গঠন
- রাবিতে যাতায়াত সুবিধায় ই-কার সার্ভিস চালুর ঘোষণা
- কুমিল্লায় নিখোঁজের ৭ দিন পর শিশু আদিবার মরদেহ উদ্ধার
- ইরানের চাবাহার বন্দর নিয়ে মার্কিন নিষেধাজ্ঞায় ছাড় পেল ভারত
- ছাত্ররাই যুগে যুগে দেশকে রাহুমুক্ত করেছে: টুকু
- নির্বাচনী আইন ও বিধি সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকা জরুরি
- স্থানীয় স্তরে সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগের আহ্বান
- ভিয়েতনামে বন্যায় ১০ জনের প্রাণহানি
- মোংলায় পুষ্টি, স্বাস্থ্যবিধি ও বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য সচেতনতা কার্যক্রম
- রংপুরে দুই ক্লিনিকের অপারেশন থিয়েটার ও একটি ডায়াগনোস্টিক সেন্টার সিলগালা
- দেশব্যাপী চলছে ওয়ালটনের আইটি ফেয়ার, পণ্য ক্রয়ে থাকছে বিশেষ সুবিধা
- মানবাধিকার কমিশনকে আরও শক্তিশালী করতে নতুন অধ্যাদেশ অনুমোদন
প্রকাশ:
০০:০০, মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
আপডেট:
০১:৪৮, মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
ভারতে রাহুল গান্ধীকে গ্রেপ্তার নিয়ে তোলপাড়
নয়াদিল্লি ও কলকাতা প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর