যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তার বৈঠককে সামনে রেখে বলেছেন, তিনি ইউক্রেনের জন্য কিছু ভূখণ্ড ফিরিয়ে আনার চেষ্টা করবেন।
এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, রাশিয়া ইউক্রেনের একটি বড় অংশ দখল করে রেখেছে। তারা অনেক গুরুত্বপূর্ণ ভূখণ্ড দখল করেছে। আমরা ইউক্রেনের জন্য সেই ভূখণ্ডের কিছু অংশ ফিরিয়ে আনার চেষ্টা করব।
ট্রাম্প জানান, আলাস্কায় এই আলোচনা হবে অনুসন্ধানমূলক বৈঠক। যার লক্ষ্য পুতিনকে যুদ্ধ বন্ধ করতে রাজি করানো এবং সেখানে কিছু অদলবদল, ভূখণ্ডে পরিবর্তন হতে পারে।
এই প্রথম নয় যে তিনি 'ভূখণ্ড-অদলবদল' শব্দটি ব্যবহার করলেন। যদিও রাশিয়া ইউক্রেনকে কী ধরনের ভূখণ্ড ছেড়ে দিতে পারে, তা স্পষ্ট নয়। কিয়েভ কখনোই রাশিয়ার কোনো ভূখণ্ডের ওপর নিজেদের দাবি জানায়নি।
ট্রাম্প বলেন, পুতিন যদি আলোচনার সময় একটি ন্যায্য প্রস্তাব দেন, তবে তিনি ইউরোপীয় নেতাদের তা জানাবেন। তবে তিনি সম্মানবশত ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে প্রথমে কথা বলবেন।
তিনি বলেন, আমি তাকে প্রথমে ফোন করব... আমি পরে তাকে ফোন করে বলতে পারি, শুভকামনা, লড়াই চালিয়ে যান অথবা আমি বলতে পারি, আমরা একটি চুক্তি করতে পারি।
ট্রাম্প আরও বলেন যে, যদিও তিনি এবং জেলেনস্কি ভালো বোঝাপড়া করেন কিন্তু তিনি যা করেছেন তার সঙ্গে আমি প্রচণ্ডভাবে অসম্মত। ট্রাম্প এর আগে ইউক্রেনের যুদ্ধের জন্য জেলেনস্কিকে দায়ী করেছিলেন।
গত শুক্রবার ট্রাম্প পুতিনের সঙ্গে তার বৈঠকের ঘোষণা দেন। ওই দিনটি ছিল রাশিয়ার প্রতি তার দেওয়া যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার অথবা আরও মার্কিন নিষেধাজ্ঞার মুখোমুখি হওয়ার সময়সীমা।
আলাস্কার শীর্ষ বৈঠকের খবরের প্রতিক্রিয়ায় জেলেনস্কি বলেন, কিয়েভের মতামত ছাড়া কোনো চুক্তি হলে তা মৃত সিদ্ধান্ত হিসেবে গণ্য হবে।
সূত্র: বিবিসি
বিডি প্রতিদিন/নাজমুল